কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য গ্রেফতার

মোজাম্মেল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
মোজাম্মেল হক গ্রেফতার
মোজাম্মেল হক গ্রেফতার |নয়া দিগন্ত গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য মো: মোজাম্মেল হককে (৬৭) গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মোজাম্মেল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। বাসস