কুমিল্লা থেকে অপহরণ

অচেতন তরুণীকে ঢাকায় উদ্ধার করল ট্রাফিক পুলিশ

তরুণীকে সুস্থ অবস্থায় সবুজবাগ থানার এএসআই সাইফুল ইসলামমের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা থেকে অপহৃত তরুণী ঢাকায় উদ্ধার
কুমিল্লা থেকে অপহৃত তরুণী ঢাকায় উদ্ধার |নয়া দিগন্ত

কুমিল্লায় কোচিং শেষে বাসায় ফেরার পথে অপহরণের শিকার এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে ডিএমপি ট্র্যাফিক জোন।

সোমবার (৬ অক্টোবর) রাত ৮টায় সবুজবাগের পদ্ম কানন গ্যাপ এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ।

ট্র্যাফিক পুলিশের এটিএসআই মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পদ্ম কানন গ্যাপ এলাকায় ডিউটি চলাকালীন সময় ডাচ বাংলা ব্যাংক বুথের সামনে একটি তরুণীকে অচেতন অবস্থায় বসে থাকতে দেখেন। পরে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করলে সেসময় কথা বলার অবস্থা ছিল না তার। পরবর্তী সময়ে সার্জেন্ট ইমরানের সহায়তায় তরুণীকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিয়ে গিয়ে মাথায় পানি দিলে কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয়। স্বাভাবিক হওয়ার পর জানতে পারে তরুণীর নাম সাহারা সুলতানা অহনা। বাড়ি কুমিল্লা। সে কোচিং শেষে বাসায় ফেরার পথে তাকে দু’জন ছেলে কিছু বুঝে উঠার আগেই অচেতন করে ঢাকায় নিয়ে আসে। পরবর্তী সময়ে তার অভিভাবকের সাথে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করে তরুণীর অবস্থান নিশ্চিত করে।

এরপর তরুণীকে সুস্থ অবস্থায় সবুজবাগ থানার এএসআই সাইফুল ইসলামমের কাছে বুঝিয়ে দেয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।