ভাই পুতুল কিনে দেয়ায় স্ত্রীর হিংসা, ননদকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
কুড়িলের মৃধাবাড়ি থেকে আরিফা আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ
কুড়িলের মৃধাবাড়ি থেকে আরিফা আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা থানার কুড়িল মৃধাবাড়ি থেকে আরিফা আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির ভাই জানান, তার বোনকে পুতুল ও প্লাস্টিকের ফুল কিনে দেয়ায় স্ত্রী খাদিজা আক্তার (১৯) হিংসা করে শ্বাসরোধে তাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আরিফার ভাই মোহাম্মদ হাসান বলেন, আমার বোনকে পরশু একটি পুতুল ও প্লাস্টিকের ফুল কিনে দিয়েছি। এই নিয়ে আমার স্ত্রী খাদিজা ভীষণ রেগে যায়। পরে বলে, আমাকে কিনে দিলে না কেন।

রেগে গিয়ে হিংসায় খাদিজা তাকে হত্যা করেছেন বলে তিনি জানান।

হাসান আরো জানান, তারা শরীয়তপুর জেলার দামুড্ডা উপজেলার সিদুল কুড়া গ্রামে মোহাম্মদ রাজীবের সন্তান। তারা বর্তমানে ভাটারার কুড়িল মৃধাবাড়ি জহিরের বাসার ভাড়াটিয়া। আমরা তিন ভাইবোন, আরিফা সবার ছোট।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মওদুদ কামাল বলেন, আমরা খবর পেয়ে বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে ভাটারার কুড়িল মৃধাবাড়ি দোতলা বাসার নিচতলায় পানির টাংকির ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি ওই মেয়ের ভাবি খাদিজা আক্তার (১৯) তাকে শ্বাসরোধ করে হত্যার পরে পানির ট্যাংকির ভেতরে ফেলে রাখে। আমরা খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।