বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র উদ্ধার

একপর্যায়ে ট্রেনের একটি নির্দিষ্ট বগি থেকে সেনা সদস্যরা আটটি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, গান পাউডার এবং প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযানটি পরিচালিত হয়। একপর্যায়ে ট্রেনের একটি নির্দিষ্ট বগি থেকে সেনা সদস্যরা আটটি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, গান পাউডার এবং প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করেন। সূত্র : বিবিসি