দেশে প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক ‘এমডিএমবি’ নামক নতুন ধরনের মাদক জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৪০ মিলি এমডিএমবি মাদক, গাঁজার চকলেট, ভেপ ডিভাইস, ই-লিকুইড, এমডিএমবি বিক্রির জন্য রাখা খালি কন্টেইনার।
শুক্রবার সকালে অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো: হাসান মারুফ।
গ্রেফতাররা হলেন পাবনার আকরামুল কবিরের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬), সাতক্ষীরার মো: আব্দুল গফফারের ছেলে মেহেদী হাসান রাকিব (২৬), ঢাকার মো: মতিউর রহমানের ছেলে বেসরকারি প্রতিষ্ঠানে সেলস এবং মার্কেটিং কর্মকর্তা মো: মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস (২৭) ও ঢাকার মো: শামসুল ইসলামের ছেলে সম্প্রতি ভারতে পড়াশোনা করে বাংলাদেশে ব্যবসা শুরু করা মো: আশরাফুল ইসলাম (২৫)।
মো: হাসান মারুফ, সিনথেটিক ক্যাটাগরির এই নতুন মাদক এতটাই ভয়ঙ্কর যার দুই ফোটা লিকুইড কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে পারে। এই মাদক মুলত ই-সিগারেট ও ভেপসের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে।
ডিজি বলে, দেশে ই-সিগারেট বৈধ হওয়ায় এর ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কোন ই-সিগারেটের লিকুডের সাথে এমডিএমবি ব্যবহার হচ্ছে সেটা অনেকেই বুঝতে পারছেন না।
তিনি বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে এর সাথে সংশ্লিষ্ট আরো একাধিক ব্যাক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে।



