অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে রংপুর মহানগরীর দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর ধাপ এলাকায় এ অভিযান চালায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়। এ সময় অবৈধ পন্থায় কার্যক্রম পরিচালনার দায়ে এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে বন্ধ করে তারা।
অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ মেশকাতুল আবেদ ও সিভিল সার্জন ডাঃ শাহিন সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
রংপুরের সিভিল সার্জন ডা.শাহীনা সুলতানা জানান, এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ও নার্স ছিল না। অনুমোদনের থেকে বেশি বেড সংখ্যা,অব্যবস্থাপনায় রোগীর মৃত্যু ও মানসম্মত অপারেশন থিয়েটার না থাকায় সেগুলো সিলগালা করে দেয়া হয়েছে। প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো ছাড়া আর এসব ক্লিনিক খুলবে না। ।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডাঃ মেশকাতুল আবেদ জানান, সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর মহানগরীসহ বিভাগের প্রতিটি সরকারি বেসরকারি ক্লিনিকহাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং করছি আমরা। যেখানেই ব্যত্যয় হবে, সেখানেই অভিযান চালানো হবে এবং প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে। এতে কোনো আপোস বা চাপ সহ্য করা হবে না।



