রাজধানীর যাত্রাবাড়ীতে ওভারব্রিজের নিচে আড়তের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ আল আমিন জানান, রাত দেড়টার দিকে যাত্রাবাড়ি ফ্লাইওভারে নিচে আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় দুই-তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টাকা না দিতে চাইলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত আশিষ মাগুরা সদরের পাতুড়িয়া গ্রামে অমল জোয়ারদারের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ি এলাকায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমরা জানতে পেরেছি, আশিষ ছিনতাইকারীর ছুরিকাআঘাতে আহত হন, পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে তার মৃত্যু হয়।’



