রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো: জাহিদ (২৫), মো: রায়হান (২৮), হৃদয় হোসেন মিরাজ (১৯), মো: জাহিদ (৩৫), মো: লাড্ডু (৪০), মো: রনি (২২), মো: শুভ (৩০), মো: আকাশ (১৯), মো: জসিম (৩০), মো: রাসেল (২৮), মো: আবুল কালাম আজাদ (৬৪), মো: পিয়াজ সুজন (২৫), মো: আরমান (২৬), নূর মোহাম্মদ চৌধুরী ওরফে মারুফ (২৭), মো: শফিক গালি (২৫), মো: মুন্না সরদার (২৪), মো: মোশারফ হোসেন ওরফে এসকে (২৬), মো: উজ্জ্বল হোসেন (২৯), মো: রবিন মিয়া (২১), আলামিন (২৯), মো: জামান (৩০), আব্দুর রহিম (৫৫), আকাশ খন্দকার (৩২), মো: গোলাম মুর্শিদ আকাশ ওরফে রাসেল (২২), মো: ইউসুফ ওরফে কোবরা ইউসুফ (৪৬), মো: লাল (২১), মো: আকরাম হোসেন (২৫), মো: শাহিন খান (৩৫), মো: ওমর ফারুক (১৮), রাকিব আহমেদ (১৯), মো: মেহেদী হাসান সাগর (২০), মো: সাকিব (২০) ও মো: মাসুদ (২৫)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
এদিকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রহমান (২১), আমির (২৭), রবিউল (২০) ও রফিকুল (৩৫)।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে চারটি চাকু, ৩০০ পিস ইয়াবা এবং নগদ এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।



