রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মতিঝিল ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
মতিঝিল ও শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সোমবার ও মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২), ছাত্রলীগের সাবেক সদস্য মো: মিরাজ (৩১), ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪), ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুর রহমান (৩৮), কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো: তারিকুল ইসলাম (৩৬), ইলিয়াছ মির্জা জাবেদ (৩০), নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০), রায়হান উদ্দিন রিহান (২২) ও আবু বক্কর সিদ্দিক (২০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।