ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নেয়া সিএনজিচালক গ্রেফতার

মো: মাঈন উদ্দিন (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সিএনজি অটোরিকশার চালককে গ্রেফতার করা হয়েছে।

মো: মাঈন উদ্দিন (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যান মাঈন উদ্দিন। বাধা দিতে গেলে ট্রাফিক সদস্যকে টেনে প্রায় ২০০ মিটার নিয়ে যায়।

এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম সোমবার রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : বাসস