টাকা চুরি ধরে ফেলায় মোহাম্মদপুরের সেই মা-মেয়েকে হত্যা : পুলিশ

সকালে অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে পুলিশ। ঝালকাঠির নলছিটি চরকানা গ্রাম থেকে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় পুলিশের ব্রিফিং
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় পুলিশের ব্রিফিং |সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার পেছনে টাকা চুরি বলে জানিয়েছে পুলিশ। টাকা চুরির ঘটনায় গৃহকর্ত্রী লায়লা আফরোজা গৃহকর্মী আয়েশাকে পুলিশের ভয় দেখালে এ হত্যাকাণ্ড ঘটায় সে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মা ও মেয়ে হত্যা ঘটনা এবং অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতারের বিস্তারিত তুলে ধরেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো: নজরুল ইসলাম।

এর আগে, এদিন সকালে অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে পুলিশ। ঝালকাঠির নলছিটি চরকানা গ্রাম থেকে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, মোহাম্মদপুরের ওই বাসায় কাজে যোগ দেয়ার দ্বিতীয় দিনেই দুই হাজার টাকা চুরি করা নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজার সাথে আয়েশার বাকবিতণ্ডা হয়। সেদিন আয়েশাকে পুলিশে দেয়ার ভয় দেখান গৃহকর্ত্রী।

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। এদিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে ওই চাকু দিয়ে গৃহকর্ত্রী লায়লা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আয়েশা। এসময় মা-কে বাঁচাতে এলে মেয়ে নাওয়াল বিনতে আজিজকেও ছুরিকাঘাত করা হয়।’

অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতারের জন্য প্রথমে সাভারের হেমায়েতপুরে তার মায়ের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে না পেয়ে পরে পটুয়াখালি ও ঝালকাঠিতে অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় আয়েশার রুম থেকে চুরি করা একটি ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদপুরের ডাবল মার্ডার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে আয়েশা। এছাড়া গৃহকর্মী সেজে চুরি করার অভ্যাস তার অতীতেও ছিল বলে দাবি পুলিশের।

এদিকে, মা-মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

আজ বৃহস্পতিবার শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।