রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে যাত্রাবাড়ীর কুতুবখালী পুলিশ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল বাবলু চন্দ্র রায় (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত। তিনি একটি মামলায় সাক্ষ্য দেয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার সিএমএম কোর্টে যাচ্ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইফাত জানান, ভোরে যাত্রাবাড়ীর কুতুবখালী চেকপোস্ট এলাকায় বাস থেকে নামার পর ওঁৎ পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। তারা বাবলুর বাম পা ও হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং তার মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।