রাজধানীর গাবতলী ও আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতাররা হলেন -মো: মাকছুদুর রহমান দীপু (২৬), মো: হৃদয় (২২), মো: জাকির হোসেন (৩৬), মো: সবুজ ডাক্তার (৫৫), মো: শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫), সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮), মো: রিপন (৩৬), মো: মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও মো: ইলিয়াছ রহমান (৩৩)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
পরে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে মঙ্গলবার রাতে আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল মোড় থেকে অ্যাভেঞ্জা কার, একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন এবং ওই কার থেকে তিনটি পুলিশ লেখা রিফ্লেকটিং জ্যাকেট (বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত) ও একটি কালো রংয়ের পকেট মোবাইল রাউটার উদ্ধার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৮টি, শামছুজ্জামান ওরফে সবুজের বিরুদ্ধে ১টি, জাকির হোসেনের বিরুদ্ধে ২টি, মাকছুদুর রহমান দীপুর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ৪টি, ইলিয়াছ রহমানের বিরুদ্ধে ২টি, হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি, মামুনুর রশিদ ওরফে শিশিরের বিরুদ্ধে ২টি, সবুজ ডাক্তারের বিরুদ্ধে ৭টি ও রিপনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।



