রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের স্ত্রী থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় অজ্ঞাত তিন/চারজনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
এদিকে রাতেই মোসাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির ও মাসুদসহ কয়েকজন রাজধানীর তেজগাঁও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার হোটেলের পাশের একটি গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেয়া হয়।
সেখানে মুসাব্বির মারা যান। গুরুতর অবস্থায় রাতেই মাসুদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।



