গুলশানে বাসা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
নিহত সাদিয়া রহমান মিম
নিহত সাদিয়া রহমান মিম |সংগৃহীত

রাজধানীর গুলশান থানাধীন কালা চাঁদপুরের একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বার ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিলেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুলশান থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মারুফ আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে শনিবার দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো জানান, ‘পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পারি নিহত সাদিয়ার দু’টি বিয়ে হয়েছিল। প্রথম ঘরে একটি পাঁচ বছরের সন্তান রয়েছে। তবে কোনো স্বামীর সাথেই ঘর করতেন না তিনি। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে এবং গলা কাটা অবস্থায় ছিল।’

নিহত সাদিয়ার দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, ‘আমার শ্যালিকার দুটি বিয়ে হয়েছিল। তার আগের ঘরে পাঁচ বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। পরের ঘরে কোনো সন্তান ছিল না এবং এক স্বামীর সাথেও আর এখন সম্পর্ক নেই। আমার শ্যালিকা বার ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিল। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। বর্তমানে গুলশানে কালা চাঁদপুর পাকা মসজিদ পশ্চিমপাড়া ক-৮৯ ফ্লাট ২/বি নম্বর বাসার দু’তলায় আরেকটি মেয়ের সাথে থাকতো। সে-ও বার ড্যান্সার। সাদিয়ারা এক ভাই, দুই বোন। সে ছিল সবার ছোট।’