রাজধানীতে প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত সাঈদ ঘাতক আশিকের বন্ধু। আশিকের বোনের সাথে সাঈদের প্রেমের সম্পর্ক ছিল।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
দারুস সালাম থানা
দারুস সালাম থানা |প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালামে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে আবু সাঈদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গৈদারটেক খালপাড় লোহার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সাঈদ ঘাতক আশিকের বন্ধু। আশিকের বোনের সাথে সাঈদের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল দুই বন্ধুর মধ্যে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসাইন বলেন, নারীঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার বিকেলে আবু সাঈদ আশিকদের বাসার কাছে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে আশিক ক্ষিপ্ত হয়ে তার গলায় ছুরি চালান।

থানা সূত্রে জানা গেছে, আশিকের ছুরিকাঘাতে সাঈদের গলার শ্বাসনালী কেটে যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ওসি রকিবুল আরো জানান, আসামি গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে।