ওসমান হাদি হত্যাচেষ্টা

সাবেক মন্ত্রী নানকের সহযোগী কবির আটক

কবির হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী।

নিজস্ব প্রতিবেদক
কবির হোসেন ওরফে দাঁত ভাঙ্গা কবির
কবির হোসেন ওরফে দাঁত ভাঙ্গা কবির |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সাথে জড়িত সন্দেহে কবির হোসেন ওরফে দাঁত ভাঙ্গা কবিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

কবির হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী।

গত ৪ ডিসেম্বর গ্রেফতার কবির ইনকিলাব মঞ্চের অফিসে ফয়সালের সাথে গিয়ে হাদির সঙ্গে দেখা করেন।

হাদিকে গুলি করার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, কবির মোহাম্মদপুরের আদাবর এলাকায় ১০০ নম্বর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এলাকাবাসী তাকে জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী হিসেবে চেনেন।

স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ৯ নম্বর রোডের অফিসে হাদির ওপর গুলি করা দুই মোস্টওয়ানটেড ফয়সাল ও আলমগীরকে নিয়ে নিয়মিত আড্ডা দিতেন তিনি। তিনি ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তারা সবাই পলাতক ছিলেন।

র‌্যাব সূত্র জানায়, হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার কবিরের ভূমিকা তিন নম্বরে। তারা একসাথেই হাদিকে হত্যা চেষ্টা করে। তাকে রাতেই ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।