অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

‘ভলান্টিয়াররা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে। দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবেলায় বড় শক্তি।’

নিজস্ব প্রতিবেদক
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই। অস্ত্র উদ্ধার হচ্ছে, উদ্ধার হতে থাকবে। তবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টে আইজিপির নাম আসা নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি।

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভলান্টিয়াররা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে। দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবেলায় বড় শক্তি।’

তিনি আরো বলেন, ‘ভূমিকম্প অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এটা দেশের জন্য আশাব্যঞ্জক।’

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক আইনই জনগণের জন্য। জনগণের সুবিধা নিশ্চিত করতেই এই আইন করা হয়েছে।’

অনুষ্ঠানে ২২ জন প্রশিক্ষিত ভলান্টিয়ারকে সম্মাননা দেয়া হয়। অতিথিকে ‘গেস্ট অব অনার’ সম্মানও প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানের শেষে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের মানুষের জন্য যে সেবা আপনারা দিচ্ছেন, তা জাতি চিরদিন মনে রাখবে। এই সেবার প্রতিদান পরকালেও পাবেন।’

এসময় আইজিপিকে সরিয়ে দেওয়ার দাবিতে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম উঠে আসা এবং তাকে সরানোর দাবিতে আইনজীবীদের নোটিশ পাঠানো উভয় বিষয় নিয়েই আলোচনা-সমালোচনা চলছে।

অনুষ্ঠানে দুই শতাধিক স্বেচ্ছাসেবক ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক, উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।