নওগাঁয় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ডাকা সালিশ বৈঠকে উপস্থিত থাকায় ছুরিকাঘাতে গোলাম হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন মালঞ্চি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মালঞ্চি গ্রামে হারুনুর রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিষয়ে কিছুদিন আগে দুই পক্ষ একজন আইনজীবীর কাছে সালিশ বৈঠকে বসেন। সেখানে নিহত গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং আজাদের পক্ষে কথা বলেন। এই জেরে বুধবার রাতে গোলাম হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় হারুনুর রশিদের। একপর্যায়ে হারুনের ছেলে অন্তর এসে গোলাম হোসেনকে ছুরিকাঘাত করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লাশ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর ও আইনি ব্যবস্থা নেয়া হবে।



