অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

বুধবার (২৯ অক্টোবর) খুলনার সোনাডাঙ্গা থানাধীন আউটার বাইপাস রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার দুইজন
গ্রেফতার দুইজন |সংগৃহীত

অনলাইনে পণ্য বিক্রির নাম করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দু’জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) খুলনার সোনাডাঙ্গা থানাধীন আউটার বাইপাস রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো: সাইফুল ইসলাম (২৯), বাবা- ইমরুল সর্দার এবং মো: রিফায়েত মোল্লা (২২), বাবা- বিল্লাল মোল্লা। উভয়ের বাড়ি যশোরের অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামে।

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসকারী একজন ভুক্তভোগীর করা অভিযোগ মতে, গত ৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের ব্যবহৃত ‘চাঁদপুর ইলিশের হাট’ ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার’ নামীয় ফেসবুকে পেজে ইলিশ মাছ বিক্রয়ের লোভনীয় বিজ্ঞাপন দেখে তিনি মাছ অর্ডার করেন। প্রতারকেরা অর্ডার কনফার্মেশন বাবদ তাদের দেয়া বিকাশ নম্বরে ৫৫০ টাকা পাঠাতে বললে ভুক্তভোগী সরল বিশ্বাসে টাকা পাঠান। এরপর, নেটওয়ার্ক ও বিকাশ সার্ভার জটিলতা, ডেলিভারিম্যানের ছদ্মবেশ ধারণ, পণ্য নষ্ট হয়ে যাওয়ার অজুহাত ও ভয়ভীতি প্রদর্শনসহ নানান কৌশলে প্রতারকরা ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ১৯ হাজার ৩৪৮ টাকা হাতিয়ে নেয়। অর্থ আত্মসাতের পর প্রতারকেরা ফেসবুক পেজে ভুক্তভোগীকে ব্লক করে দিয়ে তাদের দেয়া মোবাইল নম্বরগুলো বন্ধ করে দেয়। সংঘবদ্ধ প্রতারণা চক্রের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী অ্যান্টি টেররিজম ইউনিটের Inform ATU অ্যাপের মাধ্যমে অভিযোগ করেন এবং এ সংক্রান্তে ডিএমপি’র ভাটারা থানায় একটি মামলা রুজু হয় (ভাটারা থানার মামলা নং-০৬, তারিখ-২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ধারা-৪০৬/৪২০/৫০৬ দি পেনাল কোড, ১৮৬০)।

পরে এটিইউ’র একটি দল ভাটারা থানার অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো: সাইফুল ইসলাম ও মো: রিফায়েত মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।