অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ২৮

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নয়া দিগন্ত অনলাইন
গ্রেফতার
গ্রেফতার |নয়া দিগন্ত

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মুগদা থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে।

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলো মো: সালমান আমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো: ইমন (২৫), মো: মামুন (২০), মো: মান্নান (২৩), মো: সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো: আছলাম (২৬) ও মো: সাগর (২০)।

অন্যদিকে একই দিনে বনানী থানা অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।

এই অভিযোনে গ্রেফতারকৃতরা হলো মো: শরিফ মিয়া (২৮), মো: খোরশেদ আলম (৫০), মো: মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো: সবুজ মিয়া (২৩) ও মো: রাকিব (২০)।

এছাড়াও রূপনগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো: শ্রাবন (২০), মো: রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো: আব্দুল কাইয়ুম (২৪), মো: আশাদুল ইসলাম (২৩), মো: আবির হাসান (২৮), মো: মাহিবুল ইসলাম (২৬), মো: ইশরাক হোসাইন ইফতি (২৫), মো: তাইবুর রহমান (২৫), মো: সবুজ মিয়া (২৩) ও মো: মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।

সূত্র : বাসস