রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার কর্মকর্তারা জানান, এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চলে।
আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো: সোহেল ওরফে ‘বুনিয়া সোহেল’ (২৮) ও মো: আকাশ (২৫)।
জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেলের নেতৃত্বাধীন তিন পক্ষের সংঘর্ষের জেরে এই অভিযান চালানো হয়।
সূত্র : বাসস



