রাজধানীর দক্ষিণখানে শাহজাহান নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ‘শাহজাহান ডিলার’ নামে পরিচিত।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় আশকোনার নদ্দাপাড়া তালতলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ব্যবসায়ী শাহজাহানকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। চাপাতির কোপের আঘাতে তার মাথার খুলি থেকে মগজ বেরিয়ে যায়।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা হবে। লাশ বর্তমানে ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে আছেন। কে বা কারা তাকে হত্যা করেছে আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নিচ্ছি। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হবে।



