রাজধানীতে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

রাজধানীতে ডিবির অভিযানে তিন সন্ত্রাসীকে গ্রেফতার। উদ্ধার তিন পিস্তল, ৬০ রাউন্ড গুলি, ৮০০ ইয়াবা ও সাড়ে ৮ কেজি গাঁজা।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩
রাজধানীতে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩ |নয়া দিগন্ত

রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত তিন সন্ত্রাসী ও মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের হেফাজত থেকে তিনটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন মো: জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো: আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো: মামুন (৩৭)।

ডিবির রমনা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) রাতে কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের বলয়ে মাদককারবারি নিয়ন্ত্রণ করে আসছিলেন। নিজেদের প্রভাব বিস্তারে তারা এসব পিস্তল ব্যবহার করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টিও নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় কদমতলী থানায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।