রাজধানীতে মোবাইল চুরি করতে গিয়ে গণধোলাইয়ে যুবক নিহত

‘পরে তাকে ঢামেকের জরুরি বিভাগ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার শাপলা চত্বর এলাকার একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করতে গিয়ে গণধোলাইয়ে এক যুবক (২৫) নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কাকুল মিয়া জানান, আমরা খবর পেয়ে ডেমরার শাপলা চত্বর এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢামেকের জরুরি বিভাগ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি ওই এলাকার লোকজনের মাধ্যমে ওই নির্মাণাধীন ভবনে গতরাত ৩টার দিকে মোবাইল চুরি করতে গিয়ে নির্মাণ শ্রমিকদের গণধোলাইয়ের শিকার হয় যুবকটি। এতে গুরুতর আহত হয়। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।