রাজধানীর শেওড়াপাড়া মেট্রোস্টেশনের কনকোর্স-১ প্রবেশ এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক বাবা ও তার মেয়েকে আটক করেছে এমআরটি পুলিশ।
সোমবার বিকেলে নিয়মিত তল্লাশিকালে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাহাবুবুর হাওলাদার (৫০) ও তার মেয়ে সুমি (৩০)। তাদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পশ্চিম পাচরহিল এলাকায়।
মেট্রোস্টেশন সূত্রে জানা যায়, দুপুরে দ্বিতীয় পালার দায়িত্ব গ্রহণের পর স্টেশনের ইনচার্জের নির্দেশনায় কনকোর্স-১ প্রবেশ গেটে তল্লাশি চালাচ্ছিলেন কনস্টেবল শিমুল ক্রান্তি দাস। এ সময় দুই যাত্রীর বহন করা একটি ট্রাভেল ব্যাগ পরীক্ষা করতে চাইলে তারা অনীহা প্রকাশ করেন। সন্দেহ হলে ব্যাগ খুলতে বললে হলুদ স্কচটেপে মোড়ানো চারটি পোটলা পাওয়া যায়, যা গাঁজা সদৃশ। জব্দ পটলাগুলোর মোট ওজন ৮ কেজি।
স্টেশন কর্তৃপক্ষ ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে নির্দেশনা অনুযায়ী কাফরুল থানার মোবাইল পার্টির ইনচার্জ এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে জব্দ তালিকা মূলে দুই আসামিকে হেফাজতে নেন।
এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো: আবু আশরাফ সিদ্দিকী বলেন, দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে স্কচটেপ মোড়ানো চারটি পোটলা পাওয়া যায়, যা গাঁজা সদৃশ। জব্দ পোটলাগুলোর মোট ওজন ৮ কেজি।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, এর আগেও ২ বার গাঁজা পরিবহন করেছিলেন। তারা শেওড়াপাড়া স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাচ্ছিলেন। সম্পর্কে তারা বাবা মেয়ে।
এ বিষয়ে কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



