রাজধানীর রমনা থানাধীন মালিবাগে একটি রিহ্যাব সেন্টারে মারামারির ঘটনায় আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক ব্যক্তির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানভীরের ভাই মো: মনিরুল ইসলাম বলেন, ‘আমার ভাই আগে নেশাগ্রস্ত ছিল। তাই তাকে আমরা মালিবাগের একটি রিহ্যাবে আমরা দেই। আমরা জানতে পারি গতকাল রিহ্যাবের একটি ছেলের সাথে মারামারি করলে আমার ভাইয়ের অন্ডকোষে লাথি দেয় এবং মারধর করে। এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে আমার ভাইকে ওরা প্রাথমিক চিকিৎসা দেয়, অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলের দিকে আমাদের ফোন দিয়ে বলে, আপনারা জরুরি আমাদের সাথে দেখা করেন। পরে আমরা ঢাকা মেডিক্যালে এসে আমার ভাইকে মৃত অবস্থায় দেখতে পায়।’
তিনি আরো বলেন, ‘আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে, এর বিচার চাই। আমার ভাই চার মাস পরেই ওখান থেকে বেরিয়ে আসতো বলে ওরা জানিয়েছিল।’
তিনি আরো জানান, ‘আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। আমরা আব্দুল খালেকের সন্তান। আমরা দুই ভাই, এক বোন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



