দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিহত

রোববার দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকল মার্কেটের সামনের প্রধান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি সস্ত্রীক গুরুতর আহত হন।

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
নিহত আবু হাশেম
নিহত আবু হাশেম |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু হাশেম (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ভোর ৪টায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত রোববার দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকল মার্কেটের সামনের প্রধান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি সস্ত্রীক গুরুতর আহত হন।

আবু হাশেম দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা ভাটিপাড়া গ্রামের মরহুম সিপার উদ্দিনের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সূত্রে জানা যায়, রোববার ৭ ডিসেম্বর দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকল মার্কেটের সামনের প্রধান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সস্ত্রীক গুরুতর আহত হলে, প্রথমে তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে সেখান থেকে উভয়কে উন্নত চিকিৎসার উদ্দেশে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে তার চাচা দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমি ঢাকার হাসপাতাল থেকে আবু হাশেমের লাশ ও তার আহত স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছি।’