ফেনী আলীয়া মাদরাসায় আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের সমাপনী হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৪ সেপ্টেম্বর) টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর মাদরাসা সম্পাদক হাফেজ আল হাসান।
গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মাদরাসার বিভিন্ন ক্লাসের ১২টি দল অংশগ্রহণ করে।
ফাইনালে নবম শ্রেণি চ্যাম্পিয়ন ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীরা রানার্সআপ হয়। শেষে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
ছাত্রশিবির সভাপতি ওমর ফারুক বলেন, ‘জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আমরা ছাত্রশিবির ফেনী শহর শাখার পক্ষ থেকে শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেয়ার চেষ্টা করেছি। এ ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল আয়োজন চলমান রয়েছে। এগুলোতে সকল মত ও শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।’
তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের চেতনার উপর আমাদের দেশের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। শিক্ষাব্যবস্থার সংস্কার করতে হবে। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি সততা, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা সকলের জন্য নিশ্চিত করতে হবে। কোনো মানুষের জন্য তার নিজ ধর্মের শিক্ষা পাওয়া একটি মৌলিক অধিকার, শিক্ষাব্যবস্থা প্রতিটি পর্যায়ে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কাউকে পুরনো বস্তাপচা ফ্যাসিবাদী রাজনীতি করতে দিবে না এ দেশের আপামর ছাত্রজনতা। ডাকসু-জাকসুতে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেটের জানান দিয়েছে।‘
একইসাথে জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান কামনা করেন তিনি। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং তাদের পরিবারগুলোকে পুনর্বাসনে সহযোগিতার জন্য সমাজের সবাই ও সরকারকে আহ্বান জানান।