জীবননগরে ২ ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে গরু বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)
হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Jibannagar
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উথলী গ্রামের রেললাইনের ৭২ নম্বর ব্রিজের পাশের মাঠে তাদের উপর হামলা চালানো হয়।

নিহতরা হলেন উথলী গ্রামের মাঝেরপাড়ার মরহুম খোদা বক্স মণ্ডলের ছেলে আনোয়ার ওরফে মিন্টো (৫৫) ও হামজা (৪৫)।

স্থানীয়রা জানায়, প্রায় চার মাস আগে গরু বিক্রি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। শনিবার সকালে সেই বিরোধের জের ধরে বিরোধীপক্ষের লোকজন হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দু’জনকেই কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছিল। একজন হাসপাতালে আসার আগে এবং আরেকজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গরু কেনাবেচা নিয়ে আগের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ মর্গে রাখা আছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।