মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি পাভেল মিয়াকে (২৮) সাত দিন পর চট্টগ্রাম থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯, সিপিসি-২ এবং র্যাব-৭)।
সোমবার (২৮ এপ্রিল) ফটিকছড়ির নজিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, র্যাবের হাতে গ্রেফতার হওয়া পাভেলকে আনতে কমলগঞ্জ থানার একটি বিশেষ টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।
কমলগঞ্জ থানার অফিসা ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গৃহবধূ ধর্ষণের ঘটনার এক দিনের মধ্যে টমটমচালক রনি মিয়াকে শমসেরনগর তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছিল। এই ঘটনার পালিয়ে যাওয়া মূল আসামি পাভেলকে সাত দিন পর চট্টগ্রাম থেকে আটক হয়েছে।
উল্লেখ্য, গত (২২ এপ্রিল) অটোচালক রনি ও পাভেল উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার এক গৃহবধূকে রাতে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গণধর্ষণ করেছিল ওই দুই ধর্ষক। এই ধর্ষণের ঘটনায় গৃহবধূর বাবা কমলগঞ্জ থানায় পাভেল ও রনিকে আসামি করে মামলা করেছিলেন।