মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট (২০) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বহিরাগতরা। ঘটনার প্রতিবাদে তিন দফা দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কলেজ গেট এলাকায় মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর কলেজের মাঠে কয়েকজন বহিরাগত মাদক সেবন করছিল। এ সময় শিক্ষার্থী ইকবালসহ কয়েকজন প্রতিবাদ জানালে তাদের সাথে বাগ্বিণ্ডার সৃষ্টি হয়। এর জেরে বুধবার বিকেলে মাঠে খেলতে গেলে ইকবালকে একা পেয়ে মারধর করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনার প্রতিবাদে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, সীমানা নির্ধারণ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের শিক্ষক-কর্মচারীরাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে নামেন। এদিকে তাদের আন্দোলনে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেন।’



