বালিয়াকান্দিতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

ট্রাক্টর থেকে নামতে গেলে গলায় থাকা শীতের কাপড় ট্রাক্টরের সাথে পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজের ট্রাক্টর থেকে নামতে গিয়ে শামীম মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দুর্ঘটনার পর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শামীম মিয়া পশ্চিম বালিয়াকান্দির মধ্যপাড়ার মরহুম শাহাজাহান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম মিয়া দীর্ঘদিন ধরে টিএমবি ব্রিকস ইট ভাটায় ট্রাক্টরচালক হিসেবে কাজ করতেন। দুপুরে খাবারের জন্য ট্রাক্টর নিয়ে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছে নামতে গেলে গলায় থাকা শীতের কাপড় ট্রাক্টরের সাথে পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অটোবাইকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা উদ্বেগজনক দেখে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

স্থানীয়দের মতে, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা হলেও নিরাপত্তাবিষয়ক সচেতনতার অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যু তদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’