ফেনীতে ১৫০টি পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় ৭০০ পুলিশ সদস্য

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
পূজামণ্ডপে প্রস্তুতি তদারকিতে প্রশাসনের পরিদর্শন অভিযান
পূজামণ্ডপে প্রস্তুতি তদারকিতে প্রশাসনের পরিদর্শন অভিযান |নয়া দিগন্ত

ফেনী জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৫০টি পূজামণ্ডপে প্রস্তুতি চলছে। গত বছরের তুলনায় এবার তিনটি নতুন মণ্ডপ যুক্ত হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পূজার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সম্প্রতি পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক দু’টি মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে প্রস্তুতি তদারকি করছেন।

পুলিশ সুপার জানান, পূজামণ্ডপগুলোকে গুরুত্ব অনুযায়ী তিন ভাগে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। ১৫০টি মণ্ডপে প্রতিমা বিসর্জন হবে। নিরাপত্তায় ৭০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মোবাইল টিম, গুরুত্বপূর্ণ মণ্ডপে ফিক্সড পুলিশ টিম, দুর্গম এলাকায় মোটরসাইকেল টিম, ডিবি পুলিশের কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকে ডিএসবি পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবে।

তিনি আরো বলেন, পূজার ভেন্যু কেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোরভাবে দমন করা হবে। গুজব বা উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন, বিকল্প বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সুপারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার হীরা লাল চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তপন কর, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, পূজা ফ্রন্ট ও কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।