কাউখালীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

২০ বছর আগে যুবরাজ মানসিক ভারসাম্য হারান। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোনো সুফল পাওয়া যায়নি।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালী থানা
কাউখালী থানা |ফাইল ছবি

পিরোজপুরের কাউখালীতে মো: যুবরাজ জমাদ্দার (৪৬) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা সাইক্লোন সেল্টারের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

যুবরাজ জমাদ্দার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের মরহুম মোতালেব হোসেন জমাদ্দার ছেলে।

কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেতকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ২০ বছর আগে যুবরাজ মানসিক ভারসাম্য হারান। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোনো সুফল পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন জানান, থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।