পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালন

বিদেশী পর্যটক আকৃষ্ট করার উপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা

শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস অনুষ্ঠানের সূচনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উদযাপন |নয়া দিগন্ত

‘টেকসই উন্নয়নে পর্যটন’ স্লোগানকে ধারণ করে বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনসহ পর্যটন সংশ্লিষ্টরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস অনুষ্ঠানের সূচনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান।

পরে পর্যটন ব্যবসায়ী, জেলা প্রশাসনসহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট নানা সংগঠন ও উন্নয়ন সংস্থা নিজস্ব ব্যানারে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি সৈকতের লাবনী পয়েন্টে এসে শেষ হয়। এরপর সৈকত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি কক্সবাজার আগত পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

একইসাথে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া বিদেশী পর্যটক আকৃষ্ট করার উপর গুরুত্ব দেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

এদিকে প্রথমবারের মতো দ্বীপ উপজেলা কুতুবদিয়াতেও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।