দামুড়হুদায় হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
মোহাম্মদ মানিক
মোহাম্মদ মানিক |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দামুড়হুদার কানাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, মানিকের বিরুদ্ধে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার ভোরে দামুড়হুদা মডেল থানা পুলিশের এক অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো: হিমেল রানা জানান, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।