সিলেট -৪ ( জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার পক্ষে জনগণ তাদের রায় দিতে প্রস্তুত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সব জায়গায় পরিবর্তনের সূচনা হয়েছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়।
তিনি বলেন, আমরা নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান ও বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করে দেবো। শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগসহ সকল ক্ষেত্রে আমরা যুগান্তকারী পরিবর্তন আনতে চাই। জনগণকে সাথে নিয়ে কাজ করে পিছিয়ে পড়া এ এলাকাকে যুগোপযোগী করে গড়ে তুলতে চাই।
জয়নাল আবেদীন শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয় হলরুমে জামায়াতে ইসলামী পশ্চিম জাফলং ইউনিয়ন শাখা আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদ উল্ল্যাহর সভাপতিত্বে ও সেক্রেটারি সেলিম উদ্দিনের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, পেশাজীবী বিভাগের সহ-সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির মাওলানা ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হুমায়ুন কবির শাহীন, আরিফুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলীম উদ্দিন, জোবায়ের আহমদ, ইউনিয়ন জামায়াত নেতা আব্দুর রহিম রাজা, ইসলাম উদ্দিন, চেরাগ আলী, খলিল আহমদ, নজরুল ইসলাম, ইউনিয়ন শিবিরের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।