ফরিদপুরের নগরকান্দা-সালথা সড়কের হরিনা বাজার থেকে মাঝারদিয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দেখা যায় সড়কে খানাখন্দ ও ভাঙা অবস্থার কারণে যান চলানচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে পথচারী ও যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতে অনেক কষ্ট করতে হচ্ছে।
নগরকান্দা থেকে সালথা উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হওয়ায় এ রুট দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমান অবস্থার কারণে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে, যা পণ্য পরিবহনেও ব্যাঘাত ঘটাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, বারবার অভিযোগ জানালেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে এলজিইডির ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খানের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সালথা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফের মিয়া জানান, ‘সড়কটি এক বছর আগে নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে কাজ করে দেয়ার জন্য। আশা করি হয়ে ঠিক যাবে।’