বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের আজ (২০ আগস্ট) ২৬তম মৃত্যুবার্ষিকী।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে।
উপজেলার দলীয় কার্যালয়ে সকাল থেকেই কোরআন তেলাওয়াত ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও দলীয় কার্যালয় থেকে সভাপতি আজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে শোকর্যালি বের করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
শোকর্যালিটি উপজেলার মুলবাড়ি গ্ৰামের তালুকদার বাড়ির পারিবারিক গোরস্থানে এসে শেষ হয়। সেখানে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবরে নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
বিকেলে দলীয় কার্যালয়ে মরহুমের শিশু কৈশোর ও তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন-কাহিনীর উপর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা কর্মসূচি রয়েছে।



