বিশ্ব পর্যটন দিবসে সিলেটে র‌্যালি ও সভা

এদিকে র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিশ্ব পর্যটন দিবসে সিলেটে র‌্যালি
বিশ্ব পর্যটন দিবসে সিলেটে র‌্যালি |নয়া দিগন্ত

নানা আয়োজনে সিলেটে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সারদা হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এদিকে র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, সিলেটের পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী হলেও পর্যটন ক্ষেত্র এখনো পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজন পরিকল্পিত প্রচেষ্টা, পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ।

এদিকে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয়দের মধ্যে পর্যটনের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সবাই একযোগে পর্যটনের প্রসারে সচেষ্ট থাকার এবং শহরের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।