সাভারে গলায় রশি পেঁচানো বৃদ্ধার লাশ উদ্ধার

‘অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে গলায় রশি পেঁচানো বৃদ্ধার লাশ উদ্ধার
সাভারে গলায় রশি পেঁচানো বৃদ্ধার লাশ উদ্ধার |নয়া দিগন্ত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ সংলগ্ন একটি চা-দোকানের পেছন থেকে অজ্ঞাত এক বৃদ্ধার(৬৫) গলায় প্লাষ্টিকের রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্হী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধ নারীকে সাভার মডেল মসজিদ এলাকায় ঘুরাফেরা করতে দেখছেন অনেকে। পরে তাকে কে বা কারা খাওয়া দিলে তা খেয়ে বৃদ্ধা নারী অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা ১১টার দিকে পথচারীরা বৃদ্ধার লাশটি চা-দোকানের পেছনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে চা-দোকানের পেছনে রেখে গেছেন।

অপর একটি সূত্র জানায়- সাভার মডেল মসজিদ এলাকাটি হিরোইনখোর এবং ছিনতাইকারী জোন হওয়ায়, ধারণা করা হচ্ছে- বৃদ্ধ নারীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে রশি পেঁচিয়ে মেরে ফেলতে পারে।

সাভার মডেল থানার (এসআই) আব্দুল কাদের শেখ নয়াদিগন্ত কে জানান, অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে। আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হবে। লাশের গলায় রশি পেঁচানো ছিল বলেও তিনি জানান।