জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছে। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সাথে তা বেঈমানী হবে। ভারত আমাদের ওপর দুঃশাসন চাপিয়ে দিতে চায়, এটা আমরা কখনো মেনে নেব না।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিআর পদ্ধতি সম্পর্কে ডা: তাহের বলেন, সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মূল্যায়ন হবে। সুতরাং মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ আমির অ্যাডভোকেট মু: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ থানা আমির আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন।
সমাজসেবক আলহাজ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্যাহর পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা মো: ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, ঘোলপাশা ইউনিয়ন আমির আবদুল কাদের, জামায়াত নেতা আশরাফুল ইসলাম ইমরান, মাওলানা এটিএম খোরশেদ আলম, মাস্টার আবদুল খালেক মজুমদার, মো: মহসিন, অ্যাডভোকেট তারেক, মাস্টার রেজাউল করিম, রবিউল হক ভুইয়া, ফয়সাল আহমেদ, মাওলানা আবুল খায়ের, আবদুল লতিফ, মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
এর আগে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ডা: তাহেরকে সৈয়দপুর থেকে শোডাউনের মাধ্যমে অনুষ্ঠানস্থলে নিয়ে যান।