রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাজনগর জোনের আওতাধীন পাহাড়ের দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস) সাধারণ সম্পাদিকা হাসনা হেনা।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজনগর জোন সদরে পাহাড়ি অঞ্চলে তীব্র শীতের কবলে থাকা শতাধিক শীতার্ত দুঃস্থ পাহাড়ি বাঙালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপ-শাখা সীপকস রাজনগর জোনের সাধারণ সম্পাদিকা তার বক্তৃতায় পিছিয়ে পড়া পার্বত্য জনগোষ্ঠীর মনোন্নয়নে এবং সুশিক্ষার নিমিত্তে শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে সারা দেশের ন্যায় রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গিকার করেন।



