গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

নয়াপাড়ায় ডাকাতি করতে এলে স্থানীয়রা দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১ |নয়া দিগন্ত

গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৬) নামে আরো একজন গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হায়দার ইসলাম রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে এবং আহত আলামিন ফেনী জেলার মহিরহাট গ্রামের মোহন মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনার পর এলাকাবাসী বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রথমে একজনকে আটক করা হয়। তার সঙ্গীরা পালিয়ে গেলে ভৌরাগাটা এলাকায় আরেকজনকে আটক করা হয়। পরে দু’জনকে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘নয়াপাড়ায় ডাকাতি করতে এলে স্থানীয়রা দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।