নারায়ণগঞ্জে ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় গণপিটুনি দিয়ে পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন ফাহিম আহম্মেদ (২৩), মো: নিরব হোসেন (১৮), মো: ফয়সাল (২০), মো: অনিক আহমেদ অনিন (২১) ও মো: আবির (১৫)।
জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের কাছে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপভ্যান জব্দ করেছে।
ফতুল্লা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিল করার সময় ছাত্রলীগের পাঁচজনকে আটকের পরে তাদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 


