মুন্সীগঞ্জের সাবেক এমপি সুকুমার রঞ্জন আর নেই

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ (৭০) দীর্ঘদিন জটিল রোগে ভুগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
সুকুমার রঞ্জন ঘোষের (৭০)
সুকুমার রঞ্জন ঘোষের (৭০) |সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের (৭০) মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘ জটিল রোগে ভুগছিলেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা রাজারবাগ এলাকার বরদেশ্বরী কালী মন্দির মহাশ্মাশানে সাবেক দু’বারের এমপি সুকুমার রঞ্জন ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।