আনোয়ারায় দিনব্যাপী ছাত্রশিবিরের শিক্ষাশিবির

শনিবার উপজেলার কালাবিবির দিঘি মোড়ে দোহা কনভেনশন হলে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রশিবিরের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার কালাবিবির দিঘি মোড়ে দোহা কনভেনশন হলে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী হোসেন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মিরাজুদ্দীন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি।

দিনব্যাপী আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করেন ডিবেট বাংলাদেশের সাবেক পরিচালক অ্যাডভোকেট ইমরান হোসেন। এছাড়া বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, সাবেক জেলা সভাপতি মাওলানা তৈয়ব হোসেন, জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন ও জেলা এইচআরডি সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের।

আলোচকরা বলেন, ‘ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সংগঠন কাজ করে যাবে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু কল্যাণ বিভাগের দায়িত্বশীল তৌহিদুল ইসলাম, উপজেলা বাইতুল মাল সম্পাদক সাকিবুল হাসান, আনোয়ারা সরকারি কলেজ শাখার সভাপতি মিশকাতুল ইসলামসহ শিবিরে দুই শতাধিক কর্মী অংশ নেন।