জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আজ শুক্রবার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পে ফ্রি ওষুধ দেয়া হয়। দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।



