ইঞ্জিন সঙ্কটের কারণে ময়মনসিংহ রেলওয়ের চারটি ট্রেন এক বছর ধরে বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ট্রেনগুলো হলো- ভৈরব লোকাল, দেওয়ানগঞ্জ লোকাল, মোহনগঞ্জ লোকাল ও ধলেশ্বরী এক্সপ্রেস।
দীর্ঘ সময় ধরে এসব ট্রেন বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েছেন।
তবে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে লোকাল ট্রেন পুনরায় চালু হয়েছে, যা সাময়িক স্বস্তি এনে দিলেও অন্য চারটি ট্রেন চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণেই ট্রেনগুলো বন্ধ রয়েছে এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে।
এদিকে, লোকাল ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে বেশি ভাড়ার বাস ও সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভর করছেন। এতে বেড়েছে যাতায়াত ব্যয়, সময়, ক্ষতি ও যানজট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।



